Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
বাংলাদেশ বেতার, খুলনা
বিস্তারিত

                পীর খানজাহান (রাঃ)-এর পূণ্যস্মৃতি বিজড়িত, উত্তাল বঙ্গোপসাগর বিধৌত সুন্দরী সুন্দরবন সুশোভিত বন্দর নগরী খুলনাতে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পবিত্র স্মৃতি ভাস্কর্যের গৌরব বুকে নিয়ে দাঁড়িয়ে আছে খুলনা বেতার। পাকিস্তান আমলের শেষদিকে ১৯৭০ সালের ৪ঠা ডিসেম্বর খুলনা বেতারের গৌরবময় যাত্রা শুরু হয় গল্লামারীতে। দক্ষিণাঞ্চলের মানুষ সেদিন আবেগের শিহরণে মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছিল ইথারে ভেসে আসা শব্দাবলী। ধাতস্থ হতে হয়তবা কিছুটা সময়ও লেগেছিল। তারপরই উপলব্ধি করতে পেরেছিল-আমাদের নিজস্ব একটি বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে খুলনার গল্লামারীতে। শহর থেকে সরু একটি পথ ধূ-ধূ মাঠ পেরিয়ে এঁকে বেঁকে এসে মিশেছে যেখানে, সেখানেই ছিল খুলনা বেতার কেন্দ্রের প্রথম ভবনটি। বর্তমানে এটি খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন। সন্ধ্যা হলেই নীরব-নিথর আর অজানা আতঙ্ক গ্রাস করে ফেলত চতুর্দিকে ফাঁকা এ ভবনটিকে। লোক চলাচল যেত বন্ধ হয়ে। সেই বিপদ সংকূল স্থানে বেতারের শিল্পী, কর্মকর্তা, কর্মচারী, কলাকুশলী যেত নানা বিপদ মাথায় নিয়ে। কেন্দ্রটি চালু হওয়ার ৩ মাসের মধ্যেই দেশে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়ে যায়।