Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

বর্তমানে খুলনা বেতার নির্মাণ করে চলছে বৈচিত্র্যময় সব অনুষ্ঠানমালা। নতুন প্রজন্মকে স্বাধীনতা বোধে উজ্জ্বীবিত করার লক্ষ্যে অনুষ্ঠান স্বাধীনতা আমার অহংকার,  প্রতিদিনের সংবাদপত্রের পর্যালোচনা নিয়ে অনুষ্ঠান আজকের সংবাদপত্র ছাড়াও রয়েছে মাননীয় প্রধান মন্ত্রীর ব্রান্ডিং অনুষ্ঠান “ শেখ হাসিনার দশ উদ্দ্যোগ ” ও টেকসই উন্নয়নে বাংলাদেশ ।ইতিহাসের সাক্ষী খুলনা বেতার ধারন করে আছে খুলনা বেতারকে পাকিস্তানী সৈন্যদের দখলমুক্ত করার উদ্দেশ্যে সংগঠিত প্রতিরোধ যুদ্ধের শহীদদের স্মরণে স্থাপিত স্বাধীনতা মঞ্চ ও জাতির জনকের স্মৃতি ভাস্কর্য। বর্তমানে এ স্মৃতি ভাস্কর্যের সম্প্রসারন কাজ এগিয়ে চলছে।

উল্লেখযোগ্য অনুষ্ঠানসমূহ:

মুক্তিযুদ্ধবিষয়ক অনুষ্ঠান: মুক্তির সৈনিক, একাত্তরের চিঠি, চেতনায় মুক্তিযুদ্ধ, কথা ও ছন্দ, হৃদয়ে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আমার অহঙ্কার।

অন্যান্য অনুষ্ঠান:

 প্রভাতী ম্যাগাজিন: দৃষ্টিপাত, ধর্মীয় ম্যাগাজিন: সিরাতুল মুস্তাকিম, স্বাস্থ্য-বিষয়ক অনুষ্ঠান: স্বাস্থ্য বিচিত্রা, জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক অনুষ্ঠান: ছোট পরিবার, কৃষিবিষয়ক অনুষ্ঠান: চাষাবাদ, শিশু-কিশোরদের অনুষ্ঠান: কিশোর মেলা, যুব শ্রেণির জন্য অনুষ্ঠান: যুব সম্ভার, মহিলাদের জন্য অনুষ্ঠান: ঘরোয়া, স্বাস্থ্য ও কৃষিবিষয়ক ফোন-ইন-প্রোগ্রাম এছাড়াও বিনোদনমূলক ম্যাগাজিন, সঙ্গীত ও নাটক প্রচারিত হয়ে থাকে।

বর্তমান সরকারের ভিশন-২০২১ অনুযায়ী সদর দপ্তর কর্তৃক প্রেরিত দিক নির্দেশনা অনুযায়ী বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা, জীবন্তিকা, জারি গান, কথিকা, শ্লোগান, স্পট, জিঙ্গেল প্রচারিত হচ্ছে।

অধিবেশন: ২টি

মোট প্রচার সময়: এ.এম. ৫৩৭.৬৩ মিটার বা ৫৫৮ কিলোহার্জ 

১ম অধিবেশন ঃ সকাল ৬-৩০ মিনিট থেকে সকাল ১০-০০টা পর্যন্ত।

২য় অধিবেশন ঃ বেলা ১১-৫৯ মিনিট থেকে রাত ১১-১৫ মিনিট পর্যন্ত

মোট: ১৫ ঘন্টা ১৫ মিনিট।

এফ.এম ৮৮.৮ মেগাহার্জ

১ম অধিবেশন ঃ সকাল ৬-০০ মিনিট থেকে দুপুর ১-০০ টা পর্যন্ত।

২য় অধিবেশন ঃ এফ.এম ৮৮.৮ মেগাহার্জ সন্ধ্যা ৭-০০ মিনিট থেকে রাত ১১-১৫ মি. পর্যন্ত।

এফ.এম ১০২ মেগাহার্জ

১ম অধিবেশন ঃ সকাল ৬.৩০ মিনিট থেকে সকাল ১০.০০টা পর্যন্ত।

২য় অধিবেশন ঃ দুপুর ২.৩০ মিনিট থেকে রাত ১১.১৫ মি. পর্যন্ত।

এফ.এম ৮৮.৮ মেগাহার্জ (বিবিসি)

সকাল ৬.৩০ মিনিট থেকে ৭.০০টা ৭.৩০ মিনিট থেকে ৮.০০টা পর্যন্ত

সন্ধ্যা  ৭.৩০ মিনিট থেকে ৮.০০টা রাত ১০.৩০ মিনিট থেকে রাত ১১.০০ টা পর্যন্ত

এন এইচ কে ঃ রাত ৯.০০-৯.৪৫ মিনিট পর্যন্ত

এফ.এম ১০০.৮ মেগাহার্জ

১ম অধিবেশন ঃ সকাল ৬.০০ মি. থেকে সকাল ১০.০০ টা পর্যন্ত

২য় অধিবেশন ঃ দুপুর ২.৩০ মি. থেকে রাত ১১.১৫ মি. পর্যন্ত

এফ.এম ৯০ মেগাহার্জ

সন্ধ্যা ৭.৩০ মি. থেকে রাত ১১.০০ টা পর্যন্ত।

প্রতি শুক্রবার সকাল ১০.১৫ মি. থেকে সকাল ১১.২০ মি. পর্যন্ত।

মোট ঃ ৩৫ ঘন্টা ৩৫ মি. 

এ.এম ও এফ.এম মোট প্রচার সময় ৫০ ঘন্টা ৫০ মিনিট।

    ভৌত অবকাঠামো:

স্টুডিও সংখ্যা # ৪ টি

প্রেরণ যন্ত্র: এ.এম ট্রান্সমিটার ১০০ কি:ও: ও এফ.এম ১০ কি:ও: (নওয়াপাড়া)

এফ.এম- ৪টি (প্রচার ভবন, খুলনা)

ট্রান্সমিটার সংখ্যা # ৬টি এ.এম-১টি ১০০ কি:ও:, এফ.এম- ০৫টি ক) ৮৮.৮ মেগাহার্জ- ১০ কি:ও:, খ) ৯০ মেগাহার্জ, ০৫ কি:ও:, গ) ১০০.৮ মেগাহার্জ- ১০ কি:ও:, ঘ) ১০২ মেগাহার্জ- ১ কি:ও: ঙ) ১০৭.৮ মেগাহার্জ- ৫০০ ওয়াট এছাড়া লিঙ্ক ৮৫০.৫০ মেগাহার্জ- ১৫ ওয়াট।  

   বার্তা বিভাগ:

প্রচারিত সংবাদ: দৈনিক ৫টি বাংলা ও ১টি ইংরেজিসহ মোট ৬টি সংবাদ বুলেটিন।

প্রচার সময়: সকাল ৮-১০ বাংলা, সকাল ১০.০০ বাংলা, দুপুর ১২-১০ বাংলা, বিকাল ৪.০৫ মি বাংলা সন্ধ্যা ৬-০৫ ইংরেজি এবং সন্ধ্যা ৭-০০ বাংলা।

মোট প্রচার সময়: ৩০ মিনিট (প্রতিটি বুলেটিন ৫ মিনিট করে)।

এছাড়াও জাতীয় সংবাদ ঢাকা থেকে রিলে করা হয়।