যে শব্দ জন্মেই সংগ্রামের বারুদ স্পর্শে গর্জে ওঠে, তার উচ্চারণে তেজ থাকবে। যে শব্দ স্বাধীন মাটির ঘ্রাণ পেতে উন্মুখ, তার উচ্চারণে দেশের কথা থাকবে। যে শব্দ প্রকৃতির ভাষা বুঝবে, তার তেজস্বী উপস্থাপনে থাকবে প্রাণের কথা, মানুষের কথা।
৪ঠা ডিসেম্বর, ১৯৭০। খুলনা।
শহরের বুক চিরে সরু রাস্তার গন্তব্য গল্লামারি। সেখানে দিনে দুপুরে মানুষের দেখা মেলা ভার। রাতে জোনাকির সাথে বসবাস। শব্দহীন চারপাশ। প্রকৃতি যেন নিঃশব্দের ভারে ভারাক্রান্ত। এই নীরবতার বিপ্রতীপ প্রকাশ ঘটেছিল খুলনা বেতারের শব্দ যাত্রায়। গল্লামারির ছোট্ট এক ভবন থেকে। জন্মের নব্বই দিনের শৈশবেই চারপাশের নিঃস্তব্ধতা খুন হলো পাকিস্তানী বাহিনীর অহর্নিশ বুলেটের চাপা ক্রোধে। আক্রোশের আগুনে বিধ্বস্ত হল গল্লামারির বেতার ভবন। দ্রোহের আওয়াজে শুধু নিজের ঠিকানা বাঁচিয়ে রাখার সে কী প্রাণান্তকর চেষ্টা! অবশেষে নিজের শক্তি বাড়াতে রংপুর বেতার কেন্দ্র থেকে ১ কিলোওয়াট শক্তির ট্রান্সমিটার সংস্থাপন করলো। নবযাত্রা শুরু হলো ১৯৭৩ সালের ২১শে ফেব্রুয়ারি। শুরু হল ঢাকা কেন্দ্র থেকে অনুষ্ঠান সম্প্রচার। মাত্র মাস খানেকের ভেতর নিজের দক্ষতা আর সক্ষমতা তৈরি করে ফেললো খুলনা বেতার।
২৬শে মার্চ ১৯৭৩। খুলনা বেতার থেকে প্রচার শুরু হল নিজস্ব অনুষ্ঠান। সময়ের হিসেবে সামান্য ৫৫ মিনিট! অথচ কী অসামান্য প্রেরণা! কী মার্জিত প্রকাশ! চারপাশের প্রশংসা, মূল্যায়ন আর নিজের দায়বদ্ধতা থেকে নিজস্ব অনুষ্ঠানের ছায়া দীর্ঘ থেকে আরো দীর্ঘ হল। ৫৫ মিনিট ছাড়িয়ে নিজেদের অনুষ্ঠান প্রচারের সময় দাঁড়ালো ৪ ঘন্টায়। তখনও খুলনা বেতারের শ্রোতা বাঁধা পড়ে ছিল ১০ মাইলের চৌহদ্দিতে। ১৯৭৫ এ আরো ১০ কিলোওয়াট শক্তির ট্রান্সমিটার সংযোজনের আয়োজন শুরু হল। ১৯শে এপ্রিল ১৯৭৬। ১০ মাইলের চৌকাঠ পেরিয়ে ৩৫ মাইলের শ্রোতার কানে পৌঁছালো খুলনা বেতার-আয়োজন। যে শব্দের যাত্রা শুরু হয়েছিল সত্তরের ডিসেম্বরে, সে এখন আরো পরিণত, শাণিত। যে শব্দের যাত্রা শুরু হয়েছিল গল্লামারির ছোট্ট ভবন থেকে সে ঠিকানা পেল শহরের প্রাণকেন্দ্রে। বাড়লো শক্তির প্রখরতা।
১লা জুলাই ১৯৭৯। সর্বাধুনিক ব্রডকাস্টিং হাউজ হিসেবে খুলনার বয়রায় গড়ে ওঠে বাংলাদেশ বেতার কর্তৃক নির্মিত প্রথম পূর্ণাঙ্গ বেতার ভবন। স্টুডিও ৪টি। সেখানে সারাক্ষণ চলছে শব্দের ভাঁঁজে তথ্যের সন্ধি, স্বরের সঙ্গে সুরের কাব্যিক মাত্রা, মনের অচেনা গলিতে অযান্ত্রিক অনুভূতির উপস্থাপন। উৎকীর্ণ শ্রোতার সমান্তরাল যাত্রা। খুলনা বেতার থেকে উচ্চারিত প্রতিটি বাক্যের প্রতিধ্বনি যেন পূর্ণতা পায় একেকটি দৃশ্যকল্পে। সেখানে চিত্রিত হয় নির্মোহ দৃষ্টির ইতিহাস। মাইক্রোফোনে প্রাণ পায় পরিবেশের বেপরোয়া আর্তনাদ, প্রকৃতির পূর্বাভাস। বন্দি হয় ধর্মের খোলা বারান্দায় দাঁড়িয়ে মানবিক সমাজের সচকিত উচ্চারণ। শ্রুতিমধুর বাক্যগঠন চিনিয়ে দেয় বাণিজ্যের সওদাগর থেকে চিলেকোঠার সেপাই জীবন। উপলব্ধির বৈচিত্র্য পূর্ণতা পায় দৃষ্টিপাতে। রূপায়িত হয় স্বাস্থ্যের মানচিত্র। এসবই খুলনা বেতারের নিত্যদিনের পরিবেশনা। পরিকল্পিত কাঠামো, নিখুঁত বুননে বাঁধা পড়ে শ্রোতার ইচ্ছেপূরণের প্রার্থনা। আয়োজনের আবশ্যিক উপাদান হয়ে ওঠে খেলা, তারুণ্য, বিজ্ঞান, কৃষির তত্ত্বতালাশ। অগণিত শ্রোতার কাঙ্খিত তথ্যের খোঁজে পাড়ি জমাতে হয় বিশ্বগ্রামে, দরজার ওপাশে। বিমূর্ত হয়ে ওঠে নারীর অন্দরমহলের ক্যানভাস। রচিত হয় শিশুদের আগামির মঞ্চকথা।
শ্রোতাদের ভালোবাসায় ঋদ্ধ খুলনা বেতার এখন পৌঁছে গেছে মানচিত্রের প্রান্তসীমায়। নওয়াপাড়ায় ১০০ কিলোওয়াটের ট্রান্সমিটার খুলনা বেতারের এসব অনুষ্ঠানমালা সম্প্রচারের নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করে যাচ্ছে ১৯৮১ সালের ২৮শে এপ্রিল থেকে। বর্তমানে মধ্যম তরঙ্গে ও এফ. এম. ৮৮.৮ মেগাহার্জ তরঙ্গে। সবমিলিয়ে অনুষ্ঠান সম্প্রচারের ব্যাপ্তি ৫০ ঘন্টা ৫০ মিনিট। যে সংস্কৃতি জীবন নির্মাণ করে তার বিরামহীন সম্প্রচারে দিনে দিনে শ্রোতাদের আগ্রহের শীর্ষবিন্দু ছুঁয়েছে খুলনা বেতার।
অফিস পরিচিতি:
বর্তমান অধিবেশন প্রচার সময়:
ব্যান্ডের নাম |
প্রচার সময় |
অনুষ্ঠানের ধরণ |
ফ্রিকুয়েন্সি |
মিডিয়াম ওয়েভ (এ এম) |
প্রথম অধিবেশনঃ সকাল ০৬-৩০মি. থেকে সকাল ১০-০০ মি. (শীতকালীন) সকাল ০৬-০০ মি. থেকে সকাল ১০-০০ মি. (গ্রীষ্ম কালীন) |
মিডিয়াম ওয়েভের নিজেস্ব অনুষ্ঠান |
৫৫৮ কি. হা. |
দ্বিতীয় অধিবেশন বেলা ১২-০০ মি. থেকে রাত ১১-১৫ মি. |
|||
এফ এম ৮৮.৮ মেগাহার্জ |
প্রথম অধিবেশন সকাল ০৬-৩০ মি. থেকে দুপুর ০১-০০ মি. (শীতকালীন) সকাল ০৬-০০ মি. থেকে দুপুর ০১-০০ মি. (গ্রীষ্ম কালীন) |
এ এম এর নিজেস্ব অনুষ্ঠান |
১০ কি.ও. |
দ্বিতীয় অধিবেশন সন্ধ্যা ০৭-০০ মি.থেকে রাত ১১-১৫ মি. |
|||
এফ এম ১০০.৮ মেগাহার্জ ( নওয়াপাড়া) এফ এম ১০২ মেগাহার্জ |
প্রথম অধিবেশন সকাল ০৬-৩০ মি. থেকে সকাল ১০-০০ মি. (শীতকালীন) সকাল ০৬-০০ মি. থেকে সকাল ১০-০০ মি. (গ্রীষ্ম কালীন) |
এ এম -এর নির্ধারিত অনুষ্ঠান |
যথাক্রমে ১০ কি.ও. ও ১ কি.ও.
|
দ্বিতীয় অধিবেশন দুপুর ০২-৩০মি. থেকে রাত ১১-১৫ মি. |
|||
এফ এম ৯০.০ মেগাহার্জ |
প্রথম অধিবেশন সকাল ১০-১৫ মি. থেকে সকাল ১১-১৫ মি. ( প্রতি শুক্রবার) |
এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান |
০৫ কি.ও. |
দ্বিতীয় অধিবেশন সন্ধ্যা ০৭-৩০ মি. থেকে রাত ১১-০০ মি. |
কার্যক্রম:
|
ওয়েব পেজ : www.betar.khulna.gov.bd
ই-মেইল : khulnabetar@gmail.com
ফেসবুক পেইজ : https://www.facebook.com/Bangladeshbetarkhulna
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS