Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
খুলনা জেলা
বিস্তারিত

খুলনা জেলা (খুলনা জিলা নামেও পরিচিত) হল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি প্রশাসনিক এলাকা। এটি খুলনা বিভাগে অবস্থিত।খুলনা জেলার উত্তরে যশোর ও নড়াইল জেলা; দক্ষিণে বঙ্গোপসাগর; পূর্বে বাগেরহাট জেলা এবং পশ্চিমে সাতক্ষীরা জেলা রয়েছে। এর আয়তন ৪৩৯৪.৪৫ কিমি২।খুলনা জেলায় রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক নদী। এখানকার নদীগুলো হচ্ছে রূপসা নদীভৈরব নদশিবসা নদীপশুর নদীকপোতাক্ষ নদনবগঙ্গা নদীচিত্রা নদীপশুর নদীআঠারোবাঁকি নদীভদ্রা নদী, বুড়িভদ্রা নদী, শৈলমারী নদীকাজিবাছা নদীডাকাতিয়া নদীশাকবাড়িয়া নদী, কাঁকরী নদী, ঝপঝপিয়া নদীতেলিগঙ্গা-ঘেংরাইল নদীঅর্পণগাছিয়া নদী, কুঙ্গা নদী, মারজাত নদী, মানকি নদী, বল নদী, নলুয়া নদী, ঘনরাজ নদী।