Text size A A A
Color C C C C
পাতা

অফিস সম্পর্কিত

তথ্য মন্ত্রনালয়াধীন বাংলাদেশ বেতার, খুলনা ১৯৭০ সালের ৪ঠাডিসেম্বর গল্লামারী (বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়) থেকে যাত্রা শুরু করে।প্রথমে প্রায় ৪০ জন সং্গীতশিল্পী এবং ২০ জন নাট্যশিল্পী নিয়ে এর যাত্রাশুরু হয়। ১৯৭১ সালেমহান মুক্তিযুদ্ধে পরাজয়ের মুখে গল্লামারীস্থ বেতার ভবনে অবরুদ্ধপাকিস্তানী সৈন্যরা বেতারের সব যন্ত্রপাতি ও সমস্ত টেপ বিনষ্ট করে ফেলে।দেশ স্বাধীন হবার পর বাংলাদেশ বেতার রংপুর থেকে ১কি:ও: ট্রান্সমিটার এনেবাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রের প্রচার কার্যক্রম শুরু হয়। বর্তমানেনোযাপাড়াস্থ ১০০কি:ও: ট্রান্সমিটারের মাধ্যমে মধ্যম তরঙ্গ অনুষ্ঠান প্রচারকরা হয়। বয়রায় অবস্থিত বেতার ভবনে অনুষ্ঠান সম্প্রচার কার্যক্রম শুরু হয়১৯৭৯ সালে।জরুরী প্রয়োজনে ফোন নম্বর: ০৪১-৭৬২০০৭।

ছবি